সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাজীবের ঘনিষ্ঠ সহযোগী মামা জাকির গ্রেপ্তার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক:

সাভারে ছাত্র-জনতা হত্যাকারী ও সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ সহযোগী কথিত ভাগ্নে মামা জাকির ওরফে হিজড়া জাকির গ্রেপ্তার হয়েছে। শনিবার ডিএমপি এলাকা থেকে তাকে আটক করা হয়।সাভার থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেন।তবে জাকিরকে কখন কিভাবে কোন স্থান থেকে আটক করা হয়েছে তা দৈনিক ফুলকি বিস্তারিত জানতে চাইলে ওসি জুয়েল মিয়া জানান, জাকিরকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ করছেন, এখনই বিস্তারিত জানানো যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জরুল আলম রাজীবের ডান হাত হিসেবে পরিচিত জাকির। এই জাকির মঞ্জরুল আলম রাজীবের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন এলাকায় এমন কোন অপকর্মে নেই যে তিনি তা করেননি। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের পদ বাণিজ্য, বিভিন্ন নির্বাচনে মনোনয়ন বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখল বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।
এছাড়াও জাকিরের বিরুদ্ধে জুলাই-আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় সাভার মডেল থানায় একাধিক হত্যা মামলাসহ হত্যা চেষ্টা মামলা দায়ের হয়েছে। এই মামলার পর থেকে জাকির ওরফে মামা জাকির আত্মগোপন চলে যায়। শনিবার রাজধানীর একটি এলাকা থেকে জাকিরকে আটক করা হয় বলে জানা গেছে। তবে তিনি গ্রেফতারের পর ডিবির হেফাজতে আছেন বলে একটি সূত্রে জানা যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *