সাভারে বৈষম্যহীন সমাজ গঠনে ইমাম ও খতীবদের করণীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

অন্যান্য

স্টাফ রিপোর্টার: সাভারে বৈষম্যহীন সমাজ গঠনে ইমাম ও খতীবদের করণীয় শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ সকালে সাভার থানা রোডের মামুন পার্টিপ্যালেসে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন সাভার জোনের উদ্যোগে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার। সভাপতিত্ব করেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের সাভার জোনের সভাপতি
মাওলানা আতিকুল্লাহ বিন রফিক। অনুষ্ঠান পরিচালনা করেন শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন সাভার জোনের সেক্রেটারী মুফতি রফিকুল ইসলাম সরদার।
সম্মেলনে থেকে তিনটি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছেন সংগঠনটি। তাহলো, শানে সাহাবার আইন সুরক্ষা সেবা, স্বাস্থ্য সুরক্ষা ও মেডিকেল সেবা এবং কর্মসংস্থান।ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার বলেন, এখন বিভিন্ন কমিটিতে ইমাম খতীবদের রাখা হচ্ছে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের পছন্দের ইমাম রয়েছে। প্রেক্ষাপট পরিবর্তন হলে তাদেরকেও পরিবর্তন করা হবে। তাই তিনি মনে করেন ইমামরা দলমতের বাইরে থেকে সবার সাথে সুসম্পর্ক রাখবে। তিনি বলেন, যে কোন মসজিদের সম্মানিত খতীব, ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ নিরীহ আলেমগণ নির্যাতনের শিকার হলে তাঁকে স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা, সাংবাদিক ও জনপ্রতিনিধির মাধ্যমে উপযুক্ত আইনী সেবা পেতে সহযোগিতা করা হবে সংগঠনের মাধ্যমে। শানে সাহাবার সদস্যদের কেউ অসুস্থ্য হলে তাঁকে চিকিৎসক ও উন্নত হসপিটাল সেবা পেতে সহায়তা প্রদান করা এবং ইমাম, খতীব, মুয়াজ্জিন, খাদেমসহ মাদরাসা শিক্ষকগণ বেকার হয়ে পড়লে; তাঁকে নতুন কর্মসংস্থান পেতে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। এসময় সম্মেলনে সাভার আশুলিয়া ও ধামরাইয়ের স্থানীয় ওলামায়ে কেরামগণ ও শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *