সাভারে নারীঘটিত দ্বন্দ্বে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, মূলহোতা সোহেল গ্রেপ্তার

অপরাধ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারে চাঞ্চল্যকর শ্রমিক দেলোয়ার (১৯) হত্যাকাণ্ডের মূলহোতা সোহেল কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এর আগে, ভোর রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার সোহেল (২০) নোয়াখালী জেলার মাইজদি থানার বান্দেরহাট গ্রামের আব্দুল হালিমের ছেলে। তিনি দেলোয়ার হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও মূলহোতা বলে জানা গেছে।র‍্যাব-৪ জানায়, নিহত দেলোয়ার পেশায় একজন ভ্যানচালক ছিলেন। গত ৩১ অক্টোবর দুপুরে সাভারের ঝাউচর উত্তরপাড়া এলাকার স্বপনের কেমিকেল দোকানের পূর্ব পাশে বালুর মাঠে পৌঁছালে শত্রুতা ও নারীঘটিত বিষয় নিয়ে সোহেল তাকে মারধর করে। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়। একই দিনে বিকেলে দেলোয়ার বাসা থেকে বের হয়ে কর্মস্থলের উদ্দেশে যায়। কিন্ত আর ফিরে আসেনি। চারদিন পর গত ৪ নভেম্বর তেঁতুলঝোড়া ইউনিয়নের উত্তর মেইটকা এলাকার এমবিএম ইট ভাটার উত্তর পাশ থেকে দেলোয়ারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-৪। এরই ধারাবাহিকতায় রবিবার (১০ নভেম্বর) অভিযান চালিয়ে মূলহোতা সোহেলকে গ্রেপ্তার করে র‍্যাব।
র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় নারীঘটিত কারণে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা করে সোহেল। সে পরিকল্পনা অনুযায়ী দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। পরে মৃত্যু নিশ্চিত করতে গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় সে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *