নিজস্ব প্রতিবেদক :
সাভারে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে পৌর এলাকার ১ নং ওয়ার্ডের টেউটি মহল্লায় একটি আঞ্চলিক সড়কের পাশে জলাশয়ের পাড়ে থেকে ক্ষতবিক্ষত তার লাশ উদ্ধার করে পুলিশ।এলাকাবাসী জানায়, বুধবার সকালে ওই এলাকায় অজ্ঞাত এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখে স্থানীয়রা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। অজ্ঞাত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে। নাম ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় জানা যায়নি।নিহতের পরিচয় নিশ্চিতের জন্য পুলিশ বুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।