সবজির দাম লাগামহীন !! দেখার কেউ নেই

জীবনযাপন

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লার বুড়িচং উপজেলার বিভিন্ন বাজারে সবজির দাম নিয়ে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ১০০ শত টাকার নিচে কোন সবজি ক্রয় করা সম্ভব হচ্ছে না মানুষের। কাচা মরিচের দাম এখনো ৪০০-৫০০ টাকার ঘরে। নতুন করে দাম বৃদ্ধির তালিকা যোগ হয়েছে ময়দা, পেঁয়াজ, সয়াবিন তেল, পাম অয়েল ও মুরগীর দাম। সবজি বাজারেও রীতিমত আগুন।চড়া দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ সবজি। সব মিলিয়ে অস্বস্তিতে পড়েছে ভোক্তারা।সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। বাজার সংশ্লিষ্টরা বলেছেন, পণ্যের দাম কমাতে ইতোমধ্যে কোনো কোনো পণ্যের শুল্ককর কমিয়েছে সরকার। আবার কোনোটির শুল্ককর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এর সুফল পাচ্ছে না ভোক্তারা। সংশ্লিষ্টরা বলেছেন, বাজারে এখনো সিন্ডিকেট কাজ করছে। এই সিন্ডিকেটের কারণেই বাজার ব্যবস্থা রীতিমতো অসহায়।মঙ্গলবার (১৫অক্টোবর) বুড়িচংয়ে বিভিন্ন বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, প্রতি কেজি প্যাকেট ময়দায় পাঁচ টাকা বেড়ে ৬৫ থেকে ৭৫ টাকা, দেশি পেঁয়াজে পাঁচ থেকে ১০ টাকা বেড়ে ১১০ থেকে ১১৫ টাকা ও আমদানিকৃত পেঁয়াজে ১০ টাকা বেড়ে ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলে ২০ টাকা বেড়ে ৮০০ থেকে ৮১০ টাকা ও খোলা পামঅয়েলে তিন থেকে সাত টাকা বেড়ে ১৪৪ থেকে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। আর আগে থেকে বাড়তে থাকা ডিম ও ব্রয়লার মুরগির দাম আরো বেড়েছে।এর মধ্যে ফার্মের বাদামি রঙের ডিমের হালিতে দুই টাকা বেড়ে ৬০ টাকা ও ব্রয়লার মুরগির কেজিতে ১০ টাকা বেড়ে তা ২০০ থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। মঙ্গলবার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেগুন ১৪০ থেকে ১৫০ টাকা,টমাটো ১৫০,ফুলকপি ১ পিস ১০০ টাকা,লাউ ১ পিস ১০০ টাকা, বরবটি ১০০ থেকে ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, ঝিঙা, ধুন্দুল, চিচিঙ্গা ১০০ থেকে ১২০ টাকা, ঢেড়শ ১১০থেকে ১৩০ টাকা, পটল ৯০ থেকে ১১০ টাকা, কাঁকরোল ১৩০ থেকে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সবজির মধ্যে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজিতে। তবে কাঁচামরিচের দর সবকিছুকে ছাপিয়ে গেছে। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *