কুমিল্লায় মহাসড়কে ট্রাফিকের দায়িত্ব পালন কালে শিক্ষার্থীদের অভিযানে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট সংলগ্ন টিপরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে ৮ কার্টুন ফেনসিডিল উদ্ধার করা হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার টিপরা বাজার এলাকার সমন্বয়ক শরিফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করছিলেন। শনিবার সকালে ঢাকা মুখী একটি সিএনজিকে গতিরোধ করতে বলেন শিক্ষার্থীরা। এসময় সিএনজি চালক গতি না কমিয়ে বেপরোয়া গতিতে ঢাকার দিকে চলে যেতে থাকেন। এতে শিক্ষার্থীরা সন্দেহাতীত হওয়ায় দৌড়ে সিএনজিটির গতিরোধ করেন।
পরে সিএনজির ভেতরে তল্লাশী চালিয়ে ৮ কার্টুন ভুর্তি ২শ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। ফেনসিডিল বহনকারী এনায়েত ও ইকবাল হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।