অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে বৈঠক করার কথা ছিল ড. মুহাম্মদ ইউনূসের। কিন্তু সচিবালয়ের পরিবর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেছেন তিনি।
রবিবার (১১ আগস্ট) বিকেলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়গুলোর উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সেখানে নিজ নিজ দপ্তরের কাজকর্মের অবস্থা তুলে ধরবেন তারা।
শপথ নেয়ার পর এদিন অর্ন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টারা প্রথম কাজ শুরু করেন। সকাল থেকেই সচিবালয়ে আসতে থাকেন তারা। অফিস করেন অর্থ উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা, পরিবেশ ও বন উপদেষ্টা, মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা, স্বাস্থ্য উপদেষ্টা, আইন উপদেষ্টা।
তারা নিজ নিজ দপ্তরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরিচিত হন কর্মকর্তাদের সঙ্গে। এসময় তারা নিজ নিজ কর্মপরিকল্পনা ও চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন গণমাধ্যমের কাছে।