ফরিদুল আলমঃ
রাজধানীর পল্টনে একটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (১২ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় পল্টনের কালভার্ট রোডের ফাইন্যান্স টাওয়ারের ১৫তলা ভবনের ৬ষ্ঠতলায় আগুন লাগার এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার দিকে ওই ভবনে হঠাৎ কালো ধোঁয়া দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মী রশীদ বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, ‘আগুনের ধোঁয়ায় সাতজন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। আর পাঁচতলায় থাকা ২২ জনকে উদ্ধার করে নিরাপদে ছাদে নেয়া হয়।’
এদিকে ৫ম তলা থেকে ধোঁয়ায় অসুস্থ এক নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।