রাঙ্গাবালীতে রাজনৈতিক মামলায় সাংবাদিকদের নাম, অবিলম্বে প্রত্যাহার দাবী

জাতীয়

মোঃ কবির হাওলাদার,
স্টাফ রিপোর্টার :

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপির দেয়া বিস্ফোরক মামলায় আসামী করা হয়েছে দুই সাংবাদিককে। বিএনপি নেতা বশির ফকির বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর রাঙ্গাবালী থানায় এজহার ১৬৮ জনের নামে মামলা দায়ের করেন। এ মামলায় আসামী করা হয় রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের রাঙ্গাবালী প্রতিনিধি কামরুল হাসান রুবেল এবং প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি জাওয়াদুল কবির প্রিতমকে। ঢালাও মামলায় সাংবাদিকদের নাম অন্তর্ভুক্ত করায় তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাঙ্গাবালী প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
মঙ্গলবার সকালে রাঙ্গাবালী প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের যৌথ প্রতিবাদ সভায় অবিলম্বে এই মিথ্যা মামলা থেকে সাংবাদিকদেকে অব্যাহতি দেয়ার দাবী জানানো হয়। এসময় প্রেস ক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক দিনকাল প্রতিনিধি হাফিজুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক জাবির হোসেন, প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি শাহ নেওয়াজ, প্রেসক্লাবের প্রকাশনা সম্পাদক আব্দুর রহিম গাজী। এসময় বক্তারা বলেন, ২০১৮ সালে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষের ঘটনার ৬ বছর পর ১৬৯ জনের নামে মামলা দায়ের করে বিএনপি। ওই মামলায় আসামী করা হয় সাংবাদিকদেরকে। যেটি স্বাধীন সাংবাদিকতার জন্য বাধা হয়ে দাড়িয়েছে। মূলত সাংবাদিকদের কন্ঠরোধ করতে তাদেরকে এই মামলায় আসামী করা হয়েছে। পেশাদার সাংবাদিকদের নামে মামলা দিয়ে গণমাধ্যমের টুটিচেপে ধরা হচ্ছে। যা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। তাই অবিলম্বে রাজনৈতিক উদ্যেশ্য প্রনোদিত সাজানো এই মামলা থেকে সাংদকর্মীদের নাম অব্যাহতি দেয়ার দাবী জানিয়েছেন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *