রংপুরে পুলিশকে ফুল দিয়ে বরণ করলো শিক্ষার্থীরা

জাতীয়

সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল কর্মসূচি চলছে আজ। কর্মসূচির অংশ হিসেবে রংপুরেও শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সেই মিছিলের শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেন। বাংলাদেশের পতাকা হাতে একসাথে হাঁটতে দেখা যায় পুলিশ ও শিক্ষার্থীদের। শনিবার (৩ আগস্ট) সকালে রংপুরে বৃষ্টির মধ্যে শুরু হয় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। তবে অন্যদিনের তুলনায় এদিন পুলিশকে কঠোর অবস্থায় দেখা যায়নি। শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানায়। আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশকে একইসাথে বাংলাদেশের পতাকা হাতে পদযাত্রা করতে দেখা যায়। এ সময় অনেক অভিবাবক শিক্ষার্থীদের চকলেট বিতরণ করেন। সড়কের বিভিন্ন জায়গায় বৃষ্টির মধ্যে ফুটবল খেলতে দেখা যায় আন্দোলনকারীদের।
উল্লেখ্য, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ও শিক্ষার্থী হত্যার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল তারা এই কর্মসূচির ঘোষণা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *