ক্রীড়া মন্ত্রণালয়ে বহুল আলোচিত বিসিবি সভা। যোগ দেন আট পরিচালক- মাহবুব আনাম, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, কাজী ইনাম আহমেদ, সাইফুল আলম স্বপন, ইফতেখার রহমান মিঠু, সালাউদ্দিন চৌধুরী ও ফাহিম সিনহা।
তাদের সঙ্গে যুক্ত হন জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত নতুন দুই পরিচালক ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম।
সভার শুরুতেই গৃহীত হয় নাজমুল হাসানের পদত্যাগ। এরপর পরিচালকদের সম্মতিতে নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।
জালাল ইউনুস আগেই পদত্যাগ করেছেন। বুধবার বোর্ড সভায় নাজমুল হাসান ছাড়া আর কেউ এখনও পদত্যাগ করেননি।
সভায় ছিলেন না নাঈমুর রহমান দুর্জয়, ইসমাইল হায়দার মল্লিক, ওবেদ নিজাম, তানভীর আহমেদ টিটু, আ জ ম নাছির, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেলসহ ১৩ পরিচালক। তারা পরের দুটি সভায় না থাকলে পরিচালক পদ বাতিল হবে।
আইসিসি ও বিসিবি গঠনতন্ত্র মেনেই বিসিবি পুনর্গঠন প্রক্রিয়া। বোর্ড না ভেঙেই যা এগিয়ে নেয়া হচ্ছে। সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদীনই এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
পরিচালকদের শূন্য পদের পরবর্তী প্রক্রিয়া কী হবে তা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন নতুন সভাপতি। খালেদ মাসুদ পাইলটসহ বেশ কয়েকজন যুক্ত হতে পারেন বোর্ড পরিচালনায়।