মাগুরায় মোটরসাইকেলের ধাক্কায় সেকেন্দার আলী (৪২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে মাগুরা যশোর সড়কের ভিটাশাইর টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেকেন্দার আলী ভিটাশাইর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও পথচারী সূত্রে জানা যায়, ১০টার দিকে দুইটি মোটরসাইকেল দ্রুতগতিতে শহরের দিকে আসছিল। এ সময় যশোর সড়কের ভিটাশাইর টেক্সটাইল মিলের সামনে সেকেন্দার আলীকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, মরদেহ হাসপাতালের অস্থায়ী লাশ ঘরে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।