গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহ:
ময়মনসিংহে জাতীয়তাবাদী তাতীদলের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কোতোয়ালি থানা তাতীদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১ টায় ময়মনসিংহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ময়মনসিংহ বিভাগীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর কমিটির যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ।
ময়মনসিংহ কোতোয়ালি থানা তাতীদল আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের সভাপতিত্বে ও সদস্য সচিব রাজন আহমেদের সঞ্চালনায় বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা তাতীদল সভাপতি ডাঃ রুহুল আমিন, সহ-সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম মাসুদ, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান কাঞ্চন প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ কোতোয়ালি থানা তাতীদলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। মতবিনিময় সভা শেষে গরিব ও অসহায় ব্যাক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।