গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
নাশকতা ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মো: আজিজুল ইসলাম।
জানা গেছে, গতকাল ৯ অক্টোবর ২০২৪ (বুধবার) তিনি পূজা মন্ডপের সমন্বিত নিরাপত্তা এবং পুণ্যার্থীদের নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করার লক্ষে দায়িত্বে নিয়োজিত অফিসার এবং ফোর্সকে দিকনির্দেশনা প্রদান করেন। পূজা মন্ডপ কর্তৃপক্ষের সাথে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয়ে আলোচনায় পুলিশ সুপার জানান, পুলিশের নজরদারি অতীতের যেকোন সময়ের তুলনায় জোরদার করা হয়েছে, পূজা মন্ডপের আশেপাশে নিরাপত্তা টহল বৃদ্ধি করা হয়েছে এবং সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।পুলিশ সুপার এর সাথে পূজা মন্ডপ পরিদর্শনে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ রায়হানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফাল্গুনী নন্দী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), কোতোয়ালী থানা তদন্ত ওসি সাইফুল ইসলাম এবং ১নং ফাঁড়ি ইনচার্জ কমর উদ্দিন।