ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৩ টি চোরাই মোবাইল ও ৮ বোতল বিদেশীমদসহ ৩ জন আটক

অপরাধ

ময়মনসিংহ ব্যুরো চিফ :-
ময়মনসিংহ পুলিশ সুপার আজিজুল ইসলাম এর নির্দেশে অপরাধ নির্মূল অভিযান পরিচালনা করে আসছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম ডিবি পুলিশের এসআই, মোঃ আলাউদ্দিন সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে কোতোয়ালী মডেল থানাধীন গাংগিনার পাড়স্থ টিপটপ বেকারীর সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে গতকাল ০৩ টি চোরাই মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য আকাশ (২২) কে আটক করে। আটককৃত আসামী দীর্ঘদিন যাবৎ মোবাইল চোর চক্রের সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামীদের বিরুদ্ধে ১১ টি মামলা রয়েছে।
অন্য দিকে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানাধীন গামারীতলা সাকিনস্থ কাশিনাথপুর বাজার ব্রিজের উত্তর মাথায় পাকা রাস্তার উপর হইতে ০৮ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী মোঃ মাজাহারুল (২৪), কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসায়ীর সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী মোঃ মাজাহারুল (২৪) এর বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে।
উদ্ধারকৃত ০৩টি চোরাই মোবাইল সেট ও ০৮ বোতল বিদেশী মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ও ধোবাউড়া থানায় মামলা দায়ের করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *