গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ – ঢাকা ব্যস্ততম মহাসড়কে পার্কিং ও চরপাড়ায় অবৈধ সিএনজি ষ্ট্যান্ডসহ দাপিয়ে বেড়াচ্ছে রেজিস্ট্রেশন ও অনুমোদনহীন সিএনজি অটো রিক্সা। এখন নয়া জঞ্জালের নাম সিএনজি চালিত অটোরিক্সা। অনুমোদন ও রেজিস্ট্রেশনবিহীন এসব অবৈধ সিএনজি অটোরিক্সার দাপট নগরবাসীসহ জেলাবাসী ভোগান্তিকে আরেক ধাপ বাড়িয়ে তুলছে।
যানজট মুক্ত ময়মনসিংহ নগরী গড়তে সিটি কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের নানামুখী উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন ত্রিশাল- ময়মনসিংহ থেকে দাপিয়ে বেড়াচ্ছে এই সিএনজি অটোরিক্সা। বিআরটিএ ও ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে কীভাবে প্রতিদিন অনুমোদনহীন এসব সিএনজি অটোরিক্সা ময়মনসিংহ টু ত্রিশাল বেপরোয়াভাবে চলাচল করছে-এ নিয়ে প্রশ্ন তুলেছেন নানা শ্রেণি পেশার মানুষ।
গুঞ্জন রয়েছে ত্রিশাল টু ময়মনসিংহ ট্রাফিক পুলিশ ও বিআরটিএ এর স্থানীয় অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করেই দাপিয়ে বেড়াচ্ছে রেজিস্ট্রেশন বিহীন এসব সিএনজি অটোরিক্সা।