ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় ১’হাজার ১০০ জন কৃষকদের মাঝে প্রণোদনাে হিসেবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে
সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগমের সার্বিক তত্ত্বাবধানে কৃষকদের মাঝে এই সার ও বীজ বিতরণ করা হয়।সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার সালমা সুলতানা, কৃষি সম্প্রসারণ অফিসার ফাহমিদা সিদ্দিকা হাবিবা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ারুল হক চৌধুরী ও সকল ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগন।
সদর উপজেলা কৃষি অফিসার শাহানা বেগম জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনার কর্মসূচী আওতায় ১১০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হয়েছে। প্রত্যেক কৃষককে বারি সরিষা-১৪ জাতের উন্নতমানের ১ কেজি বীজ, ১০ কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি সার দেওয়া হয়।
তিনি আরো জানান, বারি সরিষা-১৪ একটি উন্নতমানের সরিষা বীজ, এর গুঁটি ৪ প্রকোষ্ট বিশিষ্ট, বীজে তেলের পরিমান ৩৩-৪৪%। ৭৫ থেকে ৮০ দিনে সরিষা কর্তন করে ঘরে তোলা সম্ভব। ৩ মৌসুমে ধান ফসলের মাঝে সরিষা একটি লাভজনক বাড়তি ফসল, যা দিন-দিন কৃষকের মাঝে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গত মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩৮০ হেক্টর জমিতে সরিষার ফলন হয়।