ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেল ১’হাজার রোগী

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ট্যাংকেরপাড় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, সাধারণ মানুষের উপর নির্যাতন, নীপিড়ন ও অন্যায়ের কারণে আওয়ামী লীগ সরকার বিদায় হয়েছে। তাই জনবিচ্ছিন্ন হতে হবে এমন কাজ থেকে বিরত থাকতে বিএনপি দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সকল নেতা-কর্মীকে জনসেবায় কাজ করতে হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে ও

সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সঞ্চালনায়

বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাক্তার নোমান মিয়া, জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সহ সভাপতি এডঃ শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক এবিএম মমিনুল হক, জেলা ড্যাবের সভাপতি ডাক্তার মকবুল হোসেন প্রমূখ।

পরে রক্তদান কর্মসূচীর মধ্যদিয়ে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। মেডিকেল ক্যাম্পে হৃদরোগ, মেডিসিন, গাইনীসহ বিভিন্ন বিষয়ে ২৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করছেন। চিকিৎসা সেবা নিতে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ বিভিন্ন এলাকা থেকে সেবাগ্রহীতারা ভীড় করেন। সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় এক হাজার রোগীকে এ ক্যাম্পে সেবা দেওয়া হয়। পাশাপাশি ফ্রি ঔষুধ বিতরণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *