ব্যারিস্টার সুমন কিনেছেন শুল্কছাড়ে সবচেয়ে দামী গাড়িটি

জাতীয়

শুল্কমুক্ত সুবিধায় গত সরকারের সংসদ সদস্যদের মধ্যে সবচেয়ে দামি গাড়ি কিনেছিলেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত সৈয়দ সায়েদুল হক।

জানা গেছে, শুল্কমুক্ত সুবিধায় ৫১ জন সংসদ সদস্য গাড়ি আমদানির উদ্যোগ নিয়েছিলেন, তাদের মধ্যে ১০ জনের গাড়ি দেশে এসেছে। সরকার পতনের আগে ৬ জন গাড়ি খালাস করে নিয়েছেন। সরকার পতনের পর বাকি চারজনের গাড়ি আটকে দিয়েছে কাস্টমস। এদের মধ্যে সবচেয়ে দামী গাড়িটি আমদানি করেছেন ব্যারিস্টার সুমন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার এফজেএ ৩০০ ডব্লিউ মডেলের গাড়িটির আমদানিমূল্য দেখানো হয়েছে ১ লাখ ১১ হাজার ডলার বা ১ কোটি ২৬ লাখ টাকা। বিলাসবহুল এ ধরণের গাড়ির শুল্কহার ৮২৬ দশমিক ৬০ শতাংশ। শুল্কসহ বাংলাদেশে এই গাড়ির দাম পড়ার কথা ১২ কোটি টাকার মতো। তবে সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনায় তিনি ১০ কোটি টাকার মতো শুল্ক ছাড় পেয়েছেন। ফলে ১২ কোটি টাকার গাড়ি তিনি কিনতে পেরেছেন মাত্র দেড় কোটি টাকায়। সরকার পতনের আগেই গত ২০ জুন গাড়িটি খালাস করে নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *