বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলায় যুবলীগ নেতা আশিক গ্রেফতার

অপরাধ

মোঃ ম.ইলাহী ,
বিশেষ প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পল্লবীতে মোঃ ইমন হোসেন আকাশ হত্যা মামলায় ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা আশিকুল ইসলাম শান্তকে শনিবার (১৯ অক্টোবর ২০২৪) রাত ২:৩০টায় গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত আশিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইমন হত্যা মামলার এজাহার নামীয় আসামী। গত ৪ আগস্ট ২০২৪ তারিখ বিকেলে পল্লবী থানার মিরপুর-১০ বাস স্ট্যান্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সড়কে আরো অনেক ছাত্র-জনতার সাথে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিল ইমন। এসময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামীলীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে ইমন গুরুতর আহত হয়। আহত ইমনকে স্থানীয় ডাঃ আজমল হাসপাতাল লিমিটেডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইমনের মা বেবী বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন।
থানা সূত্র জানায়, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী আশিকুল ইসলাম শান্তকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ইমন হত্যা মামলায় গত ৩ অক্টোবর ২০২৪ পল্লবী থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ ওয়াসিম এবং গত ৫ অক্টোবর ২০২৪ তারিখে পল্লবী থানার ৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ দ্বীন ইসলাম ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন জনিকে গ্রেফতার করেছিল পল্লবী থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *