বিসিবি কার্যালয়ে গত দুই সপ্তাহ পা দেননি কোনো বোর্ড পরিচালকঃআগামীকাল জরুরি সভা

খেলাধুলা জাতীয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরি সভা ডাকা হয়েছে। আগামীকাল সকাল ১১টায় এই সভা শুরু হবে বলে জানা গেছে।

হঠাৎ জরুরি সভার কারণ, এই সভায় কী কী এজেন্ডা থাকবে, কতজন বোর্ড পরিচালক থাকবেন জানতে বিসিবির প্রধান নির্বাহীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ফোন ধরেননি তিনি। তবে এক পরিচালক বলেন, ‘বোর্ড মেম্বারদের (পরিচালক) মেইল দেওয়া হয়েছে।আমি এখনো মেইল হাতে পাইনি। আমার অফিস থেকে জানিয়েছে, এমন একটা মেইল এসেছে। সেখানে লেখা আছে আগামীকাল একটি মিটিং হবে।’

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, রাজনৈতিক পটপরিবর্তনের পর অস্থির হয়ে পড়া মিরপুরের বিসিবি কার্যালয়ে গত দুই সপ্তাহ পা দেননি কোনো বোর্ড পরিচালক।গাঢাকা দিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের অনেকে। যারা সক্রিয় আছেন, তাদের অনেকেই মিরপুরে বোর্ডসভায় অংশ নিতে অনীহা প্রকাশ করেছেন। এ জন্য এই সভা অন্য কোথাও আয়োজনের পরিকল্পনা চলছে।

জানা গেছে, আগামীকালের এই বোর্ডসভা যেখানেই হোক, ভার্চুয়ালি যোগ দেবেন নাজমুল।সেখানে তিনি সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেবেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে জালাল ইউনুস পদত্যাগ করায় একই সভায় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফারুক আহমেদকে মনোনয়ন ও পরে পরিচালকদের সম্মতিক্রমে সভাপতি ঘোষণা করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *