বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের বাসস্থানে মাহফিল করার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্ত চলছে সিঙ্গাপুরে।

আন্তর্জাতিক ধর্ম

সিঙ্গাপুরে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের বাসস্থানে ওয়াজ মাহফিল করার অভিযোগে বাংলাদেশি বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

একইসঙ্গে ওই মাহফিলের আয়োজকদের বিরুদ্ধেও তদন্ত হচ্ছে।

বুধবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

 

মন্ত্রণালয় জানিয়েছে, যদি আয়োজকরা সিঙ্গাপুরের আইন লঙ্ঘন করেছে বলে প্রমাণিত হয় তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্ভাব্য পদক্ষেপের মধ্যে অভ্যন্তরীণ নিরাপত্তা আইনের অধীনে দেশে ফেরত পাঠানো, বিচার বা আটক করা হতে পারে অভিযুক্তদের।

এক বিবৃতিতে সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় আরও বলেছে, “আমির হামজার ওয়াজের মাধ্যমে চরমপন্থী এবং বিচ্ছিন্নতাবাদী শিক্ষার প্রচার করেছিলেন, যা বিপজ্জনক এবং সিঙ্গাপুরের সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য ক্ষতিকর।”

মন্ত্রণালয় জানিয়েছে, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (আইএসডি) আমির হামজা এবং তার অতীত সম্পর্কে অবগত ছিল। কিন্তু তিনি ভিন্ন একটি পাসপোর্ট ব্যবহার করেছিলেন। ৯ আগস্ট তিনি ভিন্ন নামে সিঙ্গাপুরে প্রবেশ করেছিলেন।

বুধবার স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে. শানমুগাম জানিয়েছেন, ৯ আগস্ট তুয়াসের টেক পার্ক ক্রিসেন্টের লান্টানা লজ ডরমেটরিতে ওই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

আমির হামজা গত ১০ আগস্ট সিঙ্গাপুর ত্যাগ করেন। আর পুলিশ গত ১২ আগস্ট তার ওয়াজ মাহফিলের ব্যাপারে অভিযোগ পায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *