বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোনে চার্জ দিতে লাইন

সারা বাংলা

চয়ন বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়নের আটটি গ্রামের মানুষ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই বাধ্য হয়ে মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র চার্জ দিতে সালদানদী গ্যাসক্ষেত্রের পাশে দোকানের সামনে ভিড় করছেন সাধারণ মানুষ। গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত তিনদিন ধরে আট গ্রামের প্রায় ২০/২২ হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে সেটাও বলতে পারছেন না সংশ্লিষ্ঠ পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা। এই পরিস্থিতিতে সালদানদী গ্যাসক্ষেত্রের ভিতর থেকে বিদ্যুৎ সংযোগ এনে হরিপুর পেট্রোবাংলার সামনে মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের ব্যাটারি চার্জ দিচ্ছেন সাধারণ মানুষ।
জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা, মাদলা, গৌরাঙ্গলা, বেলতলী, বিদ্যানগর, হরিপুর, পটিয়া ও শ্যামপুর গ্রামে গত বৃহস্পতিবার রাত থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে। গ্রামের মানুষ গুলো রাতে অন্ধকারে মোমবাতির আলোতে দিন কাটান। বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে এসব গ্রামের বাসিন্দারা কেউই মোবাইল ফোন চার্জ করতে পারছেন না। এতে দুর্ভোগের চিত্র তুলে ধরে এবং সহায়তার বিষয়ে কারো সঙ্গে তারা যোগাযোগ করতে পারছেন না।
বায়েক ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা সোহেল মোল্লা বলেন, গত তিনদিন ধরে বিদ্যুৎ নেই। দুর্ভোগকে দিন কাটছে। মোবাইল ফোনে চার্জ না থাকায় কারো সাথে যোগাযোগ করতে পারছি না। তাই এখানে দাঁড়িয়ে থেকে মোবাইল ফোন চার্জ দিচ্ছি। মোবাইল ফোনে চার্জ থাকলে স্বজনের সাথে যোগাযোগ করা যায়।
বায়েক ইউনিয়নের বিদ্যানগর গ্রামের বাসিন্দা ইন্দ্র শীল ও সজীব মিয়া জানান, তিন দিন ধরে বিদ্যুৎবিহীন দিন কাটাচ্ছি। বিদ্যুৎত না থাকার কারনে ঘরের কোন মোবাইল ফোনে চার্জ নেই, তাই কোন স্বজনের সাথে যোগাযোগ করতে পারছি না। তাই এখানে এসে মোবাইল ফোন চার্জ দিচ্ছি। সালদানদী গ্যাস ক্ষেত্র কর্তৃপক্ষকে ধন্যবাদ, এই সুযোগ করে দেওয়ার জন্য।
কসবা পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ভারত থেকে পাহাড়ি ঢলের পানি প্রবেশের পর পর কসবার বায়েক ইউনিয়নের আটটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। এরপর থেকেই আটটি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। তবে বিদ্যুতের কোন খুঁটি ক্ষতিগ্রস্ত হয়নি। সেখানকার একটি গ্রামে আজকে বিদ্যুৎ সংযোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। পানি কমে গেলে ও পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রামগুলোতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *