বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে একদিনের জন্য সকল ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে।
বুধবার (২২ মে) বেলা ১২টার সময় বাংলাবান্ধা স্থলবন্দর ল্যান্ডপোর্ট লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।
আবুল কালাম আজাদ বঙ্গ সংবাদকে বলেন, বৌদ্ধ পূর্ণিমার উপলক্ষে ২২ মে বুধবার সকাল থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ, ভারতের, নেপাল ও ভূটানের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী ২৩ মে (বৃহস্পতিবার) সকাল থেকে আমদানি রফতানি পুনরায় চালু হবে বলেও জানান তিনি।
তবে বন্ধের এ সময়ে ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।