বরিশালে ফেইথ ওভারসিজ লিমিটেডের নতুন আঞ্চলিক কার্যলয় উদ্বোধন

সারা বাংলা

বিশেষ প্রতিনিধিঃ বিদেশে উচ্চশিক্ষার সহায়তা করতে ফেইথ ওভারসিজ লিমিটেড ৫০টিরও বেশি দেশে এবং ১৫০০ এর বেশি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিষেবা প্রদান কারার লক্ষে ৪ অক্টোবর বরিশালে ফেইথ ওভারসিজ লিমিটেডের নতুন আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন করা হয়েছে।নগরীর হাতেম আলী কলেজ, চৌমাথায়, সরদার মঞ্জিলের ৩য় তলায়, জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।এই আঞ্চলিক অফিসের উদ্বোধন করেন ফেইথ ওভারসিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আনিসুজ্জামান।এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পরিচালক অ্যাডমিন জর্জ এম রয়,
কামরুল হাসান (পার্টনার মোহাম্মদপুর শাখা), মোঃ জহিরুল ইসলাম (পার্টনার বরিশাল শাখা), মোঃ আবু সাঈদ খান (ম্যানেজার অ্যাডমিন বরিশাল শাখা),মোঃ রফিকুল ইসলাম (পরিচালক বরিশাল উদায়ন টেকনিক্যাল ইনিস্টিটিউট),মোঃ মিরাজুল ইসলাম (পরিচালক ডাচ্-বাংলা ব্যাংক আউটলেট চৌমাথা শাখা), মোঃ সোলায়মান (সহকারী শিক্ষক পিরোজপুর সরকারী উচ্চবিদ্যালয়) প্রমুখ।উল্লেখ্য ফেইথ ওভারসিজ লিমিটেডের প্রায় ১০ বছরে ২ হাজারের বেশি ছাত্র-ছাত্রীদের বিদেশে পড়াশোনা করার স্বপ্ন পূরণে সহায়তা করার একটি প্রমাণিত ট্র্যাক রেকর্ড করেছে।ফেইথ ওভারসিজ লিমিটেডের প্রতিশ্রুতি এবং ছাত্র ভিসা রূপান্তরের সাফল্য তারা একটি বিশ্বস্ত নাম হয়ে উঠেছে।বরিশালের উচ্চাকাক্সক্ষী শিক্ষার্থীদের কাছে এই উত্তরাধিকার প্রসারিত করতে পেরে উচ্ছ্বস প্রকাশ করেছে ফেইথ ওভারসিজ লিমিটেড।
কেউ যদি সারা বিশ্ব জুড়ে সুযোগগুলি অন্বেষণ করতে চায় যেমন যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া,ইউরোপ বা অন্য কোনো গন্তব্যে, তাদের সাহায্য করতে ফেইথ ওভারসিজ লিমিটেড প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *