ফুলবাড়ীতে ৯ দফা দাবি আদায়ে ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলনের বিক্ষোভ

জাতীয়

কোটা সংস্কার অন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেফতার, হামলা, মামলা, গুম ও খুনের প্রতিবাদে বৈষম্য বিরোধি ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১টায় ছাত্র বৈষম্যবিরোধী আন্দোলন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে বৃষ্টির পানি উপেক্ষা করে সকাল থেকে শিক্ষার্থীরা পৌর শহরের নিমতলামোড়ে সমবেত হতে থাকেন। সেখান থেকে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে ঢাকামোড়ে এসে অবস্থান কর্মসূচী পালন করেন। সেখান থেকে বিক্ষোভ মিছিল আকারে পুণরায় নিমতলা মোড়ে এসে প্রায় ২ ঘন্টা ব্যাপী শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন দাবি নিয়ে শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এসময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ব্যাপক সংখ্যক পুলিশ ও বিজিবি উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *