ফুলবাড়ীতে জাল দলিল চক্রের বিরুদ্ধে মাঠে নেমেছেন এক নারী!

অপরাধ

বিশেষ প্রতিবেদকঃ

ফাতেমা রহমান লিপি একজন গৃহবধূ।তিনি ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তরে খোঁজ খবর নিয়ে জালিয়াত চক্রের জাল দলিল গুলির প্রমাণ সংগ্রহ করেন এবং জাল দলিল ও জালিয়াত চক্রের প্রধান ষড়যন্ত্রকারী খাজাপুর গ্রামের মৃত ভোমা জালালের পুত্র দুলাল হোসেন ওরফে হাড্ডি পাকা দুলালকে এক নম্বর আসামি করে বিভিন্ন দপ্তরে জাল দলিল দাখিল কারি পূর্ব কাঁটাবাড়ী (নয়াপাড়া)গ্রামের বাসিন্দা মোছা:নাসিমা খানম ও তার স্বামী একরামুল হক এবং রাঙ্গামাটি গ্রামের মৃত মোহন সরেনের স্ত্রী মেরি পাউলা সহ ৪ জনকে আসামি করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত দিনাজপুরে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ এর ৪(২)/৫(২)/৬/৭(৩)ধারা ও বাংলাদেশ দন্ডবিধি ৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৩৪ ধারায় মামলা দায়ের করেছেন।মোকদ্দমা নং ২১৪/২৪ যাহা পুলিশ বুরো অব ইনভেস্টিগেশন (পি.বি.আই)তদন্ত করছেন বলে মামলা সুত্রে জানা গেছে।
আদালতে জাল দলিল চক্রের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে মুঠোফোনে কথা হয় মামলার বাদী দিনাজপুরের ফুলবাড়ীর খাজাপুর গ্রামের মৃত সুবল রায়ের কন্যা ফাতেমা রহমান লিপির সাথে।তিনি জানান,এই জাল দলিল চক্রটি কয়েক দশক ধরে ফুলবাড়ীর মানুষকে হয়রানি করছে।এটির একটা বিহিত হওয়া উচিত।সেই চিন্তা থেকে আমার এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *