ফুলবাড়ীতে কয়লার খনি আন্দোলনকে কেন্দ্র করে মামলা মিথ্যা  প্রত্যাহারের দাবিতে  পথসভা  

সারা বাংলা
মো. মোরসালিন ইসলাম দিনাজপুর প্রতিনিধি 
দিনাজপুরের ফুলবাড়ীতে  সাবেক আওয়ামীলীগে সরকারের সময় দায়েরকৃত এশিয়া এনার্জির মামলা প্রত্যাহারের দাবীতে পথসভা করেছে,তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি।
সোমবার বিকাল সাড়ে ৬ টায় পৌর শহরের নিমতলা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য দেন, গত ২০১৪ সালে তৎকালিন জ্বালানী উপদেষ্ঠা তৌফিক এ এলাহীর মদদে এশিয়া এনার্জির প্রধান গেরি এন লাই ফুলবাড়ী কয়লা খনি উম্মুক্ত পদ্ধতিতে বাস্তবায়নের জন্য আন্দোলনকারী নেতৃবৃন্দের নামে দুটি মিথ্যা মামলা দায়ের করেন।
সাবেক আওয়ামীলীগ সরকারের সময়  মিথ্যা মামলায় নেতৃবৃন্দ বছরের পর বছর হয়রানী হচ্ছে, সে কারনে নেতাকর্মী ও ফুলবাড়ী বাসী  এই মিথ্যা মালা প্রত্যাহারের দাবী জানাই অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে।
পথসভায় তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলের  সভাপতিত্বে বক্তব্য রাখেন,  ফুলবাড়ী  দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি  মো. হামিদুল হক, ফুলবাড়ী শাখার সদস্য সচিব জয় প্রকাশ নারায়ন, সাবেক সদস্য সচিব এসএম নুরুজ্জামান, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার অন্যতম নেতা সহকারী অধ্যাপক জারজিজ আহম্মেদ, সঞ্জিত প্রসাদ জিতু, কমল চক্রবর্তি  ও হিমেল মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *