গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দুই সাংবাদিককে পিটিয়ে আহত করেছে এক বন্ড কবিরাজ ও তাঁর অনুসারীরা। গত (১২ নভেম্বর) মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় সম্পৃক্ত কাউকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যায়নি।
জানা গেছে, ফুলবাড়ীয়া থানাধীন সরাতিয়া গ্রামস্ত জনৈক সিদ্দিক কবিরাজ এর বাড়ী সংলগ্ন স্থানে তথ্য সংগ্রহ করতে যায় সাংবাদিক দৈনিক তৃতীয় মাত্র এর প্রতিনিধি মোঃ জহিরুল ইসলাম খান ও ঢাকা টাইমস এর প্রতিনিধি মোঃ ফজলুল হক। তাঁরা দুজনেই ফুলবাড়িয়া উপজেলার বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করে দেশের সেবায় কাজ করছে।
ঠিক ঐ মূহুর্তে মোঃ আশিকুল ইসলাম (২২), আবু বক্কর ছিদ্দিক কবিরাজ (৪৫), নাইম ইসলাম (২৩) গং উপস্থিত হয়ে দুই সাংবাদিকের উপর অতর্কিত ভাবে হামলা চালায় ও অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এ বিষয়ে বাঁধা দিলে বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে বলে, তোরা কিসের সাংবাদিক এই কথা বলা মাত্রই আমাদেরকে ঘেরাও করিয়া এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক বেদনা দায়ক জখম করে।
মারপিট অবস্থায় ১নং ও ৪নং বিবাদী জোর পূর্বক সাংবাদিকদের ব্যাগে থাকা একটি ডিএসএলার ডি-৬০ মডেলের ক্যামেরা যাহার মূল্য-৬৫,০০০/-টাকা সহ আমার হাতে থাকা মোবাইল টান দিয়া ছিনাইয়া নিয়া মোবাইল হইতে গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করিয়া দেয়।
পরবর্তীতে সাংবাদিকগণ জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ ফোন করিয়া থানা পুলিশের সহায়তা চাহিলে থানা পুলিশ দ্রুত উক্ত অবস্থা থেকে আমাদের রক্ষার্থে স্থানীয় জন প্রতিনিধি মেম্বার মোঃ আব্দুল মান্নানকে ফোন করিয়া জানাইলে তিনি ঘটনাস্থলে আসিয়া স্থানীয় আরও লোকজন নিয়া বিবাদীদের বিরুদ্ধে কোন ধরণের নিউজ পত্রিকায় প্রকাশ করিতে পারিবে না মর্মে আমার ও সঙ্গীয় সাংবাদিকের ১টি সাদা কার্টিজ এ স্বাক্ষর নেন।
ফুলবাড়িয়া থানার ওসি রুকুনুজ্জামান বলেন এ ঘটনার অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রকাশ করেন।