নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহের ফুলপুরে গত কয়েক দিনের টানা বর্ষণ ও ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ী ঢলে নিম্ন অঞ্চল গুলো প্লাবিত হয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফুলপুর উপজেলা ছনধরা,রামভদ্রপুর,সিংহেশ্বর,ফুলপুর, বওলা,বালিয়া,রূপসী, ইউনিয়নের বেশিরভাগ এলাকা অথৈ জলে তলিয়ে গেছে। বিভিন্ন গ্রামের সংযোগ সড়ক ডুবে যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়েছে। এতে চরম বিপাকে পড়েছেন স্থানীয় মানুষ। পাহাড়ি ঢলে উপজেলার রুপা আমন ধান,সবজি বাগান সহ বিভিন্ন স্থানে মাছের পুকুর গুলো তলিয়ে গেছে।,ফুলপুরে নতুন নতুন গ্রাম গুলো প্লাবিত হচ্ছে। তা উপজেলা প্রশাসন ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় গবাদি পশু ও মানুষজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। বিভিন্ন ইউনিয়নে বন্যার্তদের জন্য বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। ইতিমধ্যে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে জরুরী ত্রান সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম আরিফুল ইসলাম। এছারা ত্রান সহায়তা এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন। বন্যার পানিতে ডুবে এই পর্যন্ত একজনে প্রাণহানি ঘটনা ঘটেছে।