প্রবাসী ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহবান এফবিসিসিআই সভাপতির

বাণিজ্য

প্রবাসে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর সফর করেন এফবিসিসিআই সভাপতি। সেখানে ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান তিনি।

মাহবুবুল আলম জানান, বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশী ক্ষুদ্র, মাঝারি ও বড় ব্যবসায়ীরা সফলতার স্বাক্ষর রাখছেন।

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশীরা সফলতার শীর্ষে আছেন। এখানে জুয়েলারি, সুগন্ধি ও আবাসন খাতে তাঁদের অগ্রগতি চোখে পড়ার মতো। প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রেও বাংলাদেশে তাঁদের অবস্থান শীর্ষে।

মাহবুবুল আলম বলেন, প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীরা দেশে বিনিয়োগ করে একদিকে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। একই সঙ্গে তাঁরা ব্যবসায়িকভাবেও লাভবান হতে পারেন।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর বলেন, প্রবাস ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ চালু করতে পারেন।

ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ সরকার মুক্তবাজার নীতি গ্রহণের পাশাপাশি অবাধ বাণিজ্য ও বিনিয়োগবান্ধব পরিবেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সুতরাং কেউ বাংলাদেশে ব্যবসায় উদ্যোগ চালু করতে চাইলে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস তাঁদের সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *