পুলিশবিহীন থানায় পতাকা উত্তোলন করলেন ইউএনও

সারা বাংলা

ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানায় দুইদিন ধরে কোনো পুলিশ সদস্যের দেখা মেলেনি। এমন অবস্থায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসে জাতীয় পতাকা উত্তোলন করেন। 

মঙ্গলবার (আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার কাফেরী জালাল থানায় গিয়ে পতাকা উত্তোলন করেন। এ সময় সহকারী কমিশনার ভূমি সেলিনা আকতার ও বিএনপি জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে দুপুর ১২ টার দিকে সেনাবাহিনী এসে থানা থেকে বহিরাগতদের বের করে দেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আতঙ্কে ও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন পুলিশ সদস্যরা। গত কয়েকদিন সরকারের পতনের দাবিতে ছাত্র-জনতার সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারীদের পাশাপাশি অনেক পুলিশ সদস্যও নিহত হয়েছেন। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার কয়েক’শ থানা ও পুলিশ স্থাপনা অগ্নিসংযোগ-ভাঙচুর করা হয়েছে। এমন অবস্থায় জীবনের শঙ্কা, থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *