পুলিশকে কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন (আইজিপি) মো. ময়নুল ইসলাম

জাতীয়

ছাত্র আন্দোলন চলাকালীন পুলিশের ওপর ক্ষোভ ও নানা কারণে থানায় হামলার পর চলে যান পুলিশ সদস্যরা। একই সময় অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেয় ‘পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন’। পরে পুলিশ সদস্যদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্ব-স্ব পুলিশ লাইন্স বা কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম

এর পরিপ্রেক্ষিতে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। যে সকল পুলিশ সদস্য কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন তাদেরকে আসার পথে বিভিন্ন জায়গায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহযোগিতা করছেন।

এক বার্তায় পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, রাজনৈতিক দলের নেতারা, ছাত্র-ছাত্রী এবং আপামর জনসাধারণ যাতে পুলিশ সদস্যরা নিরাপদে কর্মস্থলে আসতে পারেন সেজন্য সর্বাত্মক সহযোগিতা করছেন।

বার্তায় একই সঙ্গে জানানো হয়, পুলিশ সদস্যরা কর্মস্থলে আসার পথে বাধার সম্মুখীন হচ্ছেন মর্মে যে সংবাদ প্রচার করা হচ্ছে সেগুলোর সত্যতা পাওয়া যায়নি। সুতরাং গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হলো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *