আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমদানি শুল্ক কমানোর ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও রাজস্ব ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এনবিআর চেয়ারম্যান বলেন, ‘রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে কিছু পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে কাজ করছি। আশা করছি শুল্ক কমানো হলে ভোক্তা পর্যায়ে দাম কমবে।’
পবিত্র রমজান মাস সামনে রেখে ভোজ্যতেল, চিনি ও খেজুরের ওপর শুল্ক-কর কিছুটা কমাতে বাণিজ্য মন্ত্রণালয় গত সোমবার এনবিআর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছে। এর প্রেক্ষিতে সংস্থা শুল্ক কমানোর জন্য কাজ করছে।
চট্টগ্রাম কাস্টমস হাউজকে ঢেলে সাজানোর বিষয়ে তিনি বলেন, পণ্য খালাস থেকে শুরু করে পুরো প্রক্রিয়া ডেভেলপ করা আছে। এছাড়া কাস্টমস হাউজের সক্ষমতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়নে আমরা কাজ করছি। সেই সঙ্গে জনবল বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
রাজস্ব আদায়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) লক্ষ্য পূরণ করা সম্ভব হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে এনবিআর চেয়ারম্যান বলেন, আইএমএফের দেওয়া লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় বৃদ্ধি করা একটি চ্যালেঞ্জ। এজন্য আমরা বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছি। সামনের দিনে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে আয়কর, ভ্যাট এবং কাস্টমস-এই তিন বিভাগেই বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। আইএমএফ এর লক্ষ্য পূরণকে আমরা একটি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছি এবং চ্যালেঞ্জ পূরণ হবে বলে আশা করছি।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এনবিআরের শুল্ক নীতির সদস্য মাসুদ সাদিক বলেন, এখন পর্যন্ত ১৫টি প্রতিষ্ঠানকে অথোরাইজড ইকোনমিক অপারেটর (এইও) অনুমোদন দেওয়া হয়েছে । এতে দীর্ঘ যাচাই-বাছাইয়ের প্রয়োজন হয়। যাদের অতীত রেকর্ড ভালো এবং অটোমেশনের কার্যক্রম অ্যাসাইকুডা সিস্টেমের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অতীতে কোন জালিয়াতির রেকর্ড নেই-এসব মেনে অনুমোদন দেওয়া হয়। তাই প্রথমে আমরা একটু ধীরে চল নীতি অবলম্বন করেছি। তবে সামনের দিনগুলোতে আমরা আশা করি এই কার্যক্রম আরও গতি পাবে এবং আরও বেশি সংখ্যক প্রতিষ্ঠানকে এই সুবিধা দিতে পারবো।
এনবিআর চেয়ারম্যান আরো বলেন, ২০২২-২৩ অর্থবছরে আহরিত মোট ৩ লাখ ৩১ হাজার ৫০২ কোটি টাকা রাজস্বের মধ্যে ৯২ হাজার ৭৩২ কোটি এসেছে কাস্টমস থেকে। চলতি অর্থবছরের ডিসেম্বর পযন্ত আদায় হওয়া মোট ১ লাখ ৬৫ হাজার ৫৯৯ কোটি টাকা রাজস্বের মধ্যে ৪৯ হাজার ৬৮ কোটি টাকা কাস্টমস থেকে এসেছে । গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধির হার ৯ দশমিক ১৬ শতাংশ।
বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি কাস্টমসের মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, নাগরিক জীবনের নিরাপত্তা বিধান ও আন্তর্জাতিক রুটে যাত্রী চলাচল সুগম করার ক্ষেত্রে কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আগামীকাল শুক্রবার আন্তর্জাতিক কাস্টমস দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। দিবসটি উপলক্ষে শুক্রবার এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে ‘ডব্লিউ সার্টিফিকেট অব মেরিট-২০২৪’ দেওয়া হবে।