নাজমুল ইসলাম রংপুর প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর জিকরুল হক (৪২) নামের এক ভ্যানচালকের আংশিক গলিত লাশ বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাঁর বাড়ি থেকে অন্তত এক কিলোমিটার দূরে বদরগঞ্জ-লালদীঘি সড়কের কদমতলী এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। জিকরুল হক উপজেলার দামোদরপুর ইউনিয়নের আমরুলবাড়ি পলিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান জানান, ওই ব্যক্তির পরিবারের সদস্যদের দেওয়া তথ্যানুযায়ী, ৮ জুলাই সকালে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন জিকরুল। পরে আজ বেলা ১১টার দিকে স্থানীয় এক ব্যক্তি ওই বাঁশঝাড়ের পাশে ঘাস কাটতে গিয়ে দুর্গন্ধের সূত্র ধরে ভেতরে গিয়ে লাশটি দেখতে পান। খবর পেয়ে বেলা একটার দিকে ঘটনাস্থল থেকে আংশিক গলিত লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন ও নিহত ব্যক্তির স্বজনেরা লাশটি জিকরুল হকের বলে নিশ্চিত করেছেন। জিকরুলের ছেলে লতিফুল ইসলাম বলেন, ৮ জুলাই সকালে বাড়িতে ভ্যান রেখে বেরিয়ে যান জিকরুল। এরপর খুঁজেও তাঁকে পাওয়া যাচ্ছিল না। ভেবেছিলাম বাড়িতে ফিরে আসবেন। এ কারণে থানায় জিডি করা হয়নি। এখন ওই জঙ্গলে তিনি কেন গেলেন, কী কারণে মারা গেলেন, কিছুই বুঝতে পারছি না। তবে তিনি স্থানীয় কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। এগুলো পরিশোধ না করতে পেরে হতাশায় ভুগছিলেন।’
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, লাশটির অন্তত ১৫ ফুট দূরে দুটি কীটনাশকের খালি বোতল পাওয়া গেছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলা প্রস্তুতি চলছে।