ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে উপজেলা প্রশাসনিক ভবন মিলনায়তনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। কেক কাটা ও আলোচনা সভায় “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাসিরনগর ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাঈন উদ্দিন আহমেদ, নাসিরনগর প্রেসক্লাবের সভাপতি সুজিত কুমার চক্রবর্তী, সাংবাদিক আক্তার হোসেন ভূইয়া, সাংবাদিক মুরাদ মৃধা, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার দাস, বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম সালেম প্রমুখ।নাসিরনগর ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া বলেন, আমাদের কন্যারা এখন সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে এগিয়ে যাচ্ছে। একই রকম সুযোগ-সুবিধা দেয়া হলে, ছেলেদের চেয়ে মেয়েরা ভালো পারফর্ম করে। আমরা আশা করব নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ হবে।আলোচনা ও কেক কাটা অনুষ্টানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষক-শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন।