জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্কের প্রতিবাদে টরেন্টোতে সর্বস্তরের নাগরিকদের শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন

আন্তর্জাতিক জাতীয়

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের দাবি এবং জাতীয় সঙ্গীত সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে কানাডার টরন্টোর সাংস্কৃতিক কর্মী, লেখক, সাংবাদিকসহ সর্বস্তরের নাগরিকরা শতকণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে এর প্রতিবাদ করেন।

এ সময় পুরো ডেনটনিয়া পার্কে এক অভূতপূর্ব আবেগাপ্লুত দৃশ্যের অবতারণা হয়।শুক্রবার সন্ধ্যায় ডেনটনিয়া পার্কে টরন্টোর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপুল সংখ্যক বাংলাদেশি কানাডিয়ান সমবেত হয়ে এই কর্মসূচি পালন করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কবি দেলওয়ার এলাহী এবং সাংস্কৃতিক সংগঠক ম্যাক আজাদ। পরে সবাই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

সূচনা বক্তব্যে জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নিয়ে সব রকম ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রতিবাদ সমাবেশের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- মনির বাবু, ম্যাক আজাদ, মাহমুদুল ইসলাম সেলিম,শ্যামল বসাক, শিবু চৌধুরী,এলিনা মিতা,হোসনে আরা জেমী,শিখা আহমেদ,জামিল বীন খলিল, আরিয়ান হক, প্রতিমা সরকার, অরুনা হায়দার, ফারহানা শান্তা,জগলুল আজিম রানা,হিমাদ্রী রায় প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *