ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের নামের তালিকা করে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে; বিএনপি নেতা সালাউদ্দীন বাবু 

জাতীয়

গোলাম সারওয়ার সজলঃ 

 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের নামে সড়ক ও বিশ্ববিদ্যালয়ের হলসহ বিভিন্ন স্থাপনার নামে নামকরন করা হবে। এ ঘটনায় শহীদ ও আহতদের নামের তালিকা করে তাদের সব ধরণের সহযোগীতা করা হবে। বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাভারের সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু সাভার পৌর এলাকার ব্যাংক কলোনীতে তাঁর বাসভবণে সাভারের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বাবু বলেন, সাভার আশুলিয়ায় বৈষম্য বিরোধী আন্দোলনকালে অর্ধশতাধিক হত্যাকান্ড ঘটেছে, ইতিমধ্যে দুই থানায় ১৫টি হত্যা মামলা হয়েছে। কিছু অনাকাঙ্খীত মানুষের নাম এসেছে যা মোটেও কাম্য নয়। ভবিষ্যতে এ ব্যাপার গুলো যাচাই বাচাই করে ঘটনার সাথে যারা জড়িত শুধু মাত্র তাদের নামেই মামলা করা হবে। তিনি আরো বলেন, মামলার বাদী হবে ভুক্তভোগীর পরিবার, আমরা কাউকে মামলা করার জন্য উৎসাহিত করবো না। তিনি আরো বলেন সাভার-আশুলিয়া কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বল প্রয়োগ করে শিক্ষকদের পদত্যাগ করানো হয়েছে। সামনে এ ধরনের আর কোন ঘটনা ঘটবেনা বলে আশ্বসস্ত করেন। ইতোমধ্যে আশুলিয়ার একটি প্রতিষ্ঠানের ঘটনায় তিনি সমাধান করেছেন বলেও উল্লেখ করেন। তিনি বলেন বলেন- বিভিন্ন স্থানে গার্মেন্টের জুট ব্যবসার নিয়ন্ত্রন,জমি দখলের অভিযোগ আসছে। দলীয় নেতাকর্মীগণ কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেয়া হবে।মতবিনিময় সভায় এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, সাভার পৌর বিএনপি সাধারণ সম্পাদক বদিউজ্জামান ভিপি বদির, সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান,সাভার থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমতিয়াজ আহমেদ শাহিনসহ বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *