চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

সারা বাংলা

স্টাফ রিপোর্টারঃ

 

“শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজে এসে শেষ হয়। পরে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ।

নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ, সিভিল সার্জন এসএম মাহমুদুর রশিদ, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেহের আলী, অনুষ্ঠানে বক্তব্যে শিক্ষকদের মর্যাদা প্রতিষ্ঠায় দাবি-দাওয়া ও  বিভিন্ন বৈষম্য তুলে ধরেন রেহাইচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোজাম্মেল হক জামিল, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, লিনস হাঁসদা নবাবগঞ্জ সিটি কলেজ তরিকুল আলম সিদ্দিকী ও নবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ডঃ মোঃ ইমরান হোসেন প্রমুখ।

এময় বক্তারা বলেন, শিক্ষকদের বৈষম্য দূর করতে হবে। শিক্ষার পরিবেশ তৈরি করে শিক্ষকদের মর্যাদা না বাড়ালে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়বে। শিক্ষক আরও বলেন শিক্ষকদের শাসন ব্যবস্থা তুলে নেবার ফাইল ছাত্র-ছাত্রীরা লেখাপড়ায় মনোযোগ হারিয়ে ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *