গোমস্তাপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন

অন্যান্য

মোঃমুনিরুল ইসলাম,
গোমস্তাপুর উপজেলা প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজনে ১২ হাজার ৫ শত ৫ জন জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার ( ২৭ অক্টোবর ) সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কৃষকদের উদ্দেশ্য বক্তব্য দেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নিশাত আনজুম অনন্যা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, জেসমিন আক্তার লাবনী ও শুভ ভৌমিক, উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা সেরাজুল ইসলাম প্রমূখসহ উপজেলা কৃষি অফিসের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে প্রতি জন কৃষককে সরিষা বীজ ০১ (এক) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ১০ (দশ) কেজি,গম বীজ ২০ (বিশ) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ১০ (দশ) কেজি,
ভুট্টা বীজ ০২ (দুই) কেজি, ডিএপি সার ২০ (বিশ) কেজি,এমওপি সার ১০(দশ) কেজি,চিনাবাদাম বীজ ১০ (দশ) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ০৫ (পাঁচ) কেজি,শীতকালীন পেঁয়াজ বীজ ০১ (এক) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি, এমওপি সার ১০ (দশ) কেজি,মসুরবীজ ০৫ (পাঁচ) কেজি,ডিএপি সার ১০ (দশ) কেজি, এমওপি সার ০৫ (পাঁচ) কেজি,খেসারী বীজ ০৮(আট) কেজি, ডিএপি সার ১০ (দশ) কেজি,এমওপি সার ০৫ (পাঁচ) কেজি,অড়হড়বীজ ০২ (দুই) কেজি ডিএপি ০৫ (পাঁচ) কেজি এমওপি সার ০৫ (পাঁচ) কেজি সার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *