বিশেষ সংবাদদাতা মোঃ ওয়াজেদ আলীঃ
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানকে সামনে রেখে চলতি বোরো মৌসুমে গাইবান্ধার উপজেলায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ১২টায় উপজেলা খাদ্য অধিদফতরের আয়োজনে ধান, চাল ও গম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমের উদ্বোধন করেন গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য গুদাম চত্বরে ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রম কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান, গোলাপবাগ খাদ্য গুদামের কর্মকর্তা হাসনাত জামাল, কামদিয়া খাদ্য গুদামের কর্মকর্তা আসাদুজ্জামান, মহিমাগঞ্জ খাদ্য গুদামের কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি রেজাউল করিম রফিক, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব মুন্নু, কৃষক মানিক কুমার সাহাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ৩০০ কৃষকের নিকট থেকে লটারীর মাধ্যমে ২ হাজার ৯৯৭ মেট্রিক টন ধান, ১১ হাজার ৫৭০ মেট্রিক টন সিদ্ধ চাল, ৭০৬ মেট্রিক টন আতব চাল এবং ১২২ মেট্রিক টন গম সংগ্রহ করা হবে।