ইরাক আহমেদঃ
গাজিপুরের জেলার অদূরেই অবস্থিত সবুজে সমারোহে শালবন ঘেরা শ্রীপুর উপজেলা।
গাজিপুরের শ্রীপুর উপজেলাটি বনাঞ্চলের জন্য বিখ্যাত হলেও কালের বিবর্তনে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি গড়ে উঠেছে, আর সময়ের সুযোগে হয়েছে শহরায়ন তবুও প্রকৃতি ঘেরা চারপাশ।
১৪ ই নভেম্বর ২০২৪ ইং, বৃহস্পতিবার গাজিপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় এইচ ডি এফ গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিকদের গত ১ মাসের পাওনা বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি চলছে বলে সরেজমিনে লক্ষ্য করা যায়।
শ্রমিকরা জাতীয় দৈনিক বঙ্গ সংবাদ পত্রিকা কে জানান, পাওনা ১ মাসের বেতনের টাকা না দিয়েই গার্মেন্টস ফ্যাক্টরি টি বন্ধ দেওয়া হয়েছে।
এদিকে কর্তৃপক্ষ কে খুঁজতে গেলে কাউকেই ঘটনাস্থলে দেখা মেলেনি।
শ্রীপুর উপজেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিহত করতে ঘটনাস্থলে রয়েছে।