গাজিপুরের শ্রীপুরের কাওরাইদ রেলওয়ে ষ্টেশনে ইন্টারসিটি ট্রেন থামানোর দাবিতে মানববন্ধন

অন্যান্য

ইরাক আহমেদঃ

আজ ২৪ শে অক্টোবর ২০২৪ ইং,বৃহস্পতিবার গাজিপুরের শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওরাইদ রেলওয়ে ষ্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণী পেশার লোক ট্রেন থামানোর দাবিতে আন্দোলনের মতো কর্মসূচি করে আসছে বলে ও জানা যায়। তাছাড়া এই ইন্টারসিটি যমুনা এক্সপ্রেস ট্রেন টি স্টপেজ প্রতিদিন হলে উক্ত রেলওয়ে ষ্টেশনের হাজারো যাত্রী ঢাকা সহ ময়মনসিংহ চলাচল করতে পারবেন বলে ও সংশ্লিষ্টরা জানান।তাই তারা বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন,এই সময় আরও উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা মানবাধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এবং পাগলা থানা মানবাধিকার বাস্তবায়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, পাগলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহজাহান মন্ডল। এছাড়া গতকাল শ্রীপুর রেলওয়ে ষ্টেশনে ও ইন্টারসিটি ব্রম্মপুত্র এক্সপ্রেস ট্রেন টি যাত্রাবিরতির দাবি নিয়ে আন্দোলনের সময় ট্রেন টি নির্ধারিত যাত্রাবিরতি না থাকলে লাল নিশান উড়ানোর ফলে ট্রেন টি থামে,ব্রম্মপুত্র এক্সপ্রেস ট্রেন টি স্টপেজ এর দাবিতে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *