খাগড়াছড়ি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ গ্রেপ্তার ২

অপরাধ

খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

 

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দিদারুল আলম সহ দুই জনকে চট্টগ্রামের দামপাড়া  একটি রেষ্টুরেন্ট থেকে গ্রেপ্তার করে পুলিশ।

৪০ (চল্লিশ) মামলার আসামী খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাগড়াছড়ি সদর উপজেলার সাবেক চেয়ার‍্যমান দিদারুল আলম সহ ০২ জন চট্টগ্রাম থেকে গ্রেফতার।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে চৌকশ টিম গঠন করেন। পুলিশ সুপার খাগড়াছড়ি পার্বত্য জেলা’র সার্বিক তত্ত্বাবধানে ও দিক-নিদের্শনায় গঠিত টিমটি তথ্য প্রযুক্তি ব্যবহার করে অত্র জেলার থানাসমূহে বিভিন্ন সময়ে রুজুকৃত ৪০ (চল্লিশ) মামলার আসামী দিদারুল আলমের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতারের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ’কে অনুরোধ জানায়।

তৎপ্রেক্ষিতে গত ১৩/১১/২০২৪খ্রি. বিকাল অনুমান ৩.০০ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ খুলশি থানা এলাকা হতে আসামী ০১। মোঃ দিদারুল আলম (খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক) ০২। বিষ্ণু দত্ত (রামগড় পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক) এবং ০৩। আব্দুল জলিল (মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য) দের গ্রেপ্তার করতে সক্ষম হন। পরবর্তীতে গত ১৩/১১/২০২৪খ্রি. তারিখ রাত আনুমানিক ২০.৩০ ঘটিকার সময় খাগড়াছড়ি সদর থানা পুলিশ গ্রেপ্তারকৃত আসামীদের খাগড়াছড়ি থানায় নিয়ে আসেন। পরবর্তিতে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

তাদের পরিবারের পক্ষ থেকে জানানো হয় মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে,আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল,আশা করি মিথ্যা মামলা থেকে আদালত মুক্তিদিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *