বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচির প্রথম দিন আজ রবিবার ঢাকার ওয়ার্ডে ওয়ার্ডে-সহ সব জেলা-মহানগরে নেতাকর্মীদের জমায়েতের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এদিন সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের জড়ো হতে দেখা যাচ্ছে।
সকাল ৮টায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে কয়েকজন নেতাকর্মীকে অবস্থান নিতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট মিছিল নিয়ে সেখানে আসতে দেখা যায় নেতাকর্মীদের।
তারা বলছেন, কোটা আন্দোলনকারীরা এখন সরকারের পদত্যাগ চাইছে। তাদের দাঁতভাঙা জবাব দিতে সর্বস্তরের নেতাকর্মী প্রস্তুত।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে রাত থেকে আওয়ামী লীগের কর্মসূচি প্রত্যাহারের প্রেস রিলিজ ছড়িয়ে পড়ে, সেটি ভুয়া ও গুজব বলে জানান আওয়ামী লীগের নেতারা।
এ বিষয়ে রবিবার সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের দফতর বিভাগ থেকে কোনো প্রকার প্রেস রিলিজ ইস্যু করা হয়নি। সামাজিকমাধ্যমে যেটি প্রচারিত হচ্ছে, এই প্রেস রিলিজ ভুয়া।
আওয়ামী লীগের কোনো কর্মসূচি প্রত্যাহার করা হয়নি বলেও জানান তিনি।