কুমিল্লায় এসি ল্যান্ডের গাড়িতে আগুন দিয়েছেঃ আন্দলনরত শিক্ষার্থীরা

জাতীয়

কুমিল্লার চান্দিনায় আন্দোলন চলাকালে সহকারী কমিশনারের (ভূমি) গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে। শনিবার (৩ আগস্ট) দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকায় আন্দোলনরতরা সরকারি গাড়িটিতে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ পাওয়া যায়। তবে হামলাকারীরা কেউ শিক্ষার্থী নয় বলে জানিয়েছেন সহকারী কমিশনার নিজেই।

গাড়িটিতে অগ্নিসংযোগ করা হলে দ্রুত সেখান থেকে নেমে আত্মরক্ষা করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার সৌম্য চৌধুরী ও তার চালক। সহকারী কমিশনার বলেন, দুপুর ১টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে বিএনপি ও জামায়াতপন্থী অস্ত্রধারী দুই হাজারের বেশি দুর্বৃত্ত মহাসড়ক অবরোধ করে।

ওই অবরোধে আটকা পড়েন সহকারী কমিশনার। তিনি জানান, মুহূর্তের মধ্যেই তারা গাড়িটি ভাংচুর শুরু করে এবং পরে পেট্রোল ঢেলে সেটিতে আগুন লাগিয়ে দেয়া হয়।

বিকেল সাড়ে ৩টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়ক অবররোধ রয়েছে। এর ফলে মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার জাবের মো. সোয়াইব জানান, আন্দোলনে কিছু শিক্ষার্থী থাকলেও তাদেরকে আমরা বুঝিয়ে বলার চেষ্টা করতেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *