ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে নির্বাচনের অবৈধ মোটর সাইকেলের বিরুদ্ধে অভিযান করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কসবা পৌর এলাকার তেতৈয়া মোড়ে এবং সাড়ে ৪টার দিকে আখাউড়া মায়াবি সিনেমা হল মোড়, আখাউড়া বাইপাস ও নয়াদিল এলাকায় চেকপোস্ট বসিয়ে পুলিশ মোটর সাইকেল বিরোধী অভিযান পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. বিল্লাল হোসেন পৃথক স্থানে অভিযান পরিচালনা করে দুই উপজেলায় রেজিস্ট্রেশন বিহীন এবং নির্বাচনের কমিশনার স্টিকারবিহীন অন্তত অর্ধ-শতাধিক মোটরসাইকেল আটক করা হয়।
অভিযান সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবৈধ মোটর সাইকেল এবং কমিশনের নিদিষ্ট স্টিকার ছাড়া মোটরসাইকেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘন্টা পূর্বে মোটরসাইকেল চলাচলের উপর বিধি-নিষেধ থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, যাদের সঠিক কাগজ পত্র থাকবে নির্বাচনের পরের দিন স্ব-স্ব থানা থেকে মোটর সাইকেল নিয়ে যাবেন।