কয়েক বছর স্থগিত থাকার পর সৌদি আরবের কাছে ‘আক্রমণাত্মক’ অস্ত্র বিক্রি শুরু যুক্তরোষ্ট্রর

আন্তর্জাতিক

ওয়াশিংটন, ১৩ আগস্ট, ২০২৪(বস ডেস্ক):যুক্তরাষ্ট্র বলেছে, তারা সৌদি আরবের কাছে ‘আক্রমণাত্মক’ অস্ত্র বিক্রি শুরু করতে যাচ্ছে। সোমবার দেশটি এ কথা জানিয়েছে। ইয়েমেনে সৌদি আরবের রক্তাক্ত অভিযানের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি কয়েক বছর স্থগিত রেখেছিল।
মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে, কংগ্রেসের সাথে যথাযথ আলোচনার মাধ্যমে নিয়মিত বিক্রির আদেশের প্রেক্ষিতে তারা অস্ত্র বিক্রি শুরু করতে যাচ্ছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ভেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও তাদের ঘনিষ্ঠ মিত্র এবং আমরা এই অংশীদারিত্ব আরো বাড়াতে চাই।
ইয়েমেনে সৌদি নেত্বতাধীন বিমান হামলায় হাজার হাজার বেসামরিক লোক নিহত হওয়ার কারণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে দায়িত্ব নেয়ার পর মানবাধিকারের ওপর জোর দেন এবং ঘোষণা দেন যে, তার প্রশাসন দীর্ঘ দিনের মিত্র সৌদি আরবে কেবলমাত্র ‘প্রতিরক্ষামূলক’ অস্ত্র সরবরাহ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *