এ আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়

আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেছেন, আমরা যে গুলিগুলো পেয়েছি, সেগুলোর অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না, পুলিশ ব্যবহার করেনি।

শনিবার রাত সোয়া ১০টায় সমসাময়িক বিষয়ে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এক সাংবাদিক পুলিশের গুলিতে সাংবাদিকদের নিহত হওয়ার প্রসঙ্গে তুললে মন্ত্রী বলেন, ‘না, না, এ আন্দোলনে পুলিশের গুলিতে কেউ মারা যায়নি। না, এ আন্দোলনে কেউ (মারা) যায়নি।’

কাদের গুলিতে মানুষ মারা গিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকে গুলির যে তথ্যগুলো আমরা পেয়েছি, এর অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি না। পুলিশ ব্যবহার করে না এগুলো।’

তাহলে কারা গুলি করেছেন? দেখেছি যুবলীগের নেতা গুলি করেছেন— এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছেন। গুলি করতে যাননি। ছাত্রলীগের নেতা কতজন মারা গেছেন, নিশ্চয়ই জানেন। আওয়ামী লীগের নেতা কতজন মারা গেছেন তাও জানেন। সেটা জিজ্ঞেস না করে উল্টোটা বলছেন।’

জাতিসংঘ বলেছে, ৩২ শিশু মারা গেছে— এ প্রসঙ্গে আসাদুজ্জামান খান বলেন, আমার মনে হচ্ছে, শিশুর ব্যাখ্যা আপনি সঠিকভাবে দিচ্ছেন না। শিশুর একটা সংজ্ঞা আছে। ১৮ বছর বয়সীদের কিশোর বলে, শিশু বলে না। আর ১৮ বছরে আমার মনে হয়, যৌবনপ্রাপ্ত হয়ে যায়। সে তখন আর কিশোরও থাকে না, আমার মতে সে যুবক। যেহেতু বয়সের একটি বাধা রয়েছে, সেহেতু তাকে এখনো কিশোর বলা হয়। শিশু বলতে আমরা যা বুঝি, তাতে কোনো শিশু মারা যায়নি। এখানে হয়ত দুয়েকজন কিশোর মারা গেছে। এই আন্দোলনে তাদের ঢাল হিসেবে নিয়ে আসা হয়েছিল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রংপুরে শিক্ষার্থী আবু সাঈদ নিহতের ঘটনায় দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থীদের সব দাবি ইতোমধ্যে সরকার মেনে নিয়েছে। আমাদের মনে হয়, এখন শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *