নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রদান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভের জেরে তাকে নানাভাবে হয়রানি করেছে আওয়ামী লীগ সরকার। সেই সরকারের পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈধ কাজের কূটকৌশলের অন্যতম সহযোগী ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। দেশের বর্তমান প্রেক্ষাপটে বৈষম্য নিরসনে এই স্বৈরাচারী চেয়ারম্যানের পদত্যাগ ও প্রশাসনমুক্ত এনবিআরের দাবি তুলেছেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল বুধবার এনবিআর ভবনে স্বৈরাচারী চেয়ারম্যানের দপ্তরের সামনে ক্ষোভ প্রকাশ করেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
এনবিআরের মূসক নীতির সদস্য হোসেন আহমেদ বলেন, আমাদেরকে পুতুল বানিয়ে রাখা হয়েছে।